Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

প্রদেয় সেবা

গ্রাহক

সেবা প্রদান পদ্ধতি (সেবা গ্রহীতার করণীয়, ফি-এর হার ইত্যাদি)

সেবা প্রদানের সময়সীমা

১) সমবায় সমিতি নিবন্ধন

জনসাধারণ

সেবা প্রদান পদ্ধতি

দাখিলকৃত আবেদনপত্র ও কাগজপত্র যাচাই বাছাই এবং কাগজপত্র ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ থাকলে নির্ভূল তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্যাদি সরবরাহের জন্য পত্র প্রেরণ ও পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি স্বাপেক্ষে সমবায় সমিতি নিবন্ধন প্রদান।

সেবা গ্রহীতার করণীয়

ক) নির্ধারিত ফরমে আবেদন (গঠণতন্ত্র ৩ কপি সহ)

খ) নির্ধারিত ফি ৩০০/- (নিবন্ধন ফি) যথাযথ পদ্ধতিতে প্রদান।

গ) আবেদনকারীগণের জাতীয় পরিচয়পত্র

ঘ) সাংগঠনিক সভার কার্যবিবরণী

ঙ) বিভিন্ন রেজিষ্টার (সদস্য) রেজিষ্টার, শেয়ার ও সঞ্চয় রেজিষ্টার, সভার রেজিষ্টার)

আবেদন প্রাপ্তির পর ৬০ দিন।

২) সমবায় সমিতির ব্যবস্থাপনা সহায়তা

সমবায় সমিতির সদস্য

সেবা প্রদান পদ্ধতি

ক) মেয়াদোত্তীর্ণ কমিটির ক্ষেত্রে অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগদান

খ) ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা

সেবা গ্রহীতার করণীয়

ক) অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগদানের জন্য আবেদন

খ) নির্বাচন কমিটি গঠনের জন্য আবেদন

গ) নির্বাচন তফসীল দাখিল

আবেদনের ০৭ কার্যদিবসের মধ্যে। আবেদনের ০৫ কার্যদিবসের মধ্যে। নির্বাচনের তফসীলে বর্ণিত সময়কালের মধ্যে।

৩) প্রশিক্ষণ (হস্তশিল্প, ইলেকট্রিক, ইলেকট্রিকেল, সেলাই প্রশিক্ষণ)

জনসাধারণ

সেবা প্রদান পদ্ধতি

ক) সমবায় সমিতির সদস্য হতে হবে।

খ) প্রশিক্ষণার্থীর মনোনয়ন।

গ) প্রশিক্ষণের মডিউল তৈরী।

ঘ) প্রশিক্ষণের স্থান, সময়, তারিখ নির্ধারণ।

ঙ) প্রশিক্ষক / বক্তা নির্ধারণ।

চ) প্রশিক্ষণ সামগ্রী (খাতা, কলম, পাতা প্রদান)।

সেবা গ্রহীতার করণীয়

ক) সাদা কাগজে আবেদন দাখিল।

খ) যথা সময়ে প্রশিক্ষণ স্থানে উপস্থিত থাকা।

গ) প্রশিক্ষণে শৃংখলা বজায় রাখা ও মনযোগী হওয়া।

ঘ) প্রশিক্ষণার্থী মনোনয়ন পেতে হবে।

বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচী অনুযায়ী।

৪) ঋণ বিতরণ

জনসাধারণ

সেবা প্রদান পদ্ধতি

ক) সমবায় সমিতির সদস্য হতে হবে।

খ) ঋণের আবেদন দাখিল।

গ) চুক্তি প্রণয়ন।

ঘ) গ্রুপ / সমবায় সমিতি ভিত্তিক ঋণ প্রদান।

সেবা গ্রহীতার করণীয়

ক) আবেদন পত্র দাখিল।

খ) ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের কপি দাখিল।

গ) চুক্তি সম্পাদন (কিস্তির সংখ্যা, সার্ভিস চার্জ / সুদের হার নির্ধরণ)।

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে।