Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

প্রশিক্ষণ ও পরামর্শ


সমবায় অধিদপ্তরের অধীনে ১টি সমবায় একাডেমী এবং উহার অধীনে ১০টি আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট রয়েছে। উক্ত একাডেমী এবং ইন্সটিটিউটে বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সকল এলাকা থেকে সমবায়ীরা বাংলাদেশ সমবায় একাডেমীতে বিভিন্ন ধরণের প্রশিক্ষনে অংশগ্রহণ করে থাকে। এছাড়া খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, ফেনী, নরসিন্দী, মৌলভীবাজার, নওগা, রংপুর, বরিশাল এবং ময়মনসিংহ জেলাতে রয়েছে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট যেখানে ঐ জেলার পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে সমবায়ীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়। সমবায়ী ছাড়াও সমবায় বিভাগে কর্মরত কর্মচারীদেরকেও বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়। এসকল প্রশিক্ষণ ইন্সটিটিউট এ যে সকল প্রশিক্ষন প্রদান করা হয় তার তালিকা নিম্নরুপঃ

প্রশিক্ষণ কোর্সের নাম কোর্সের মেয়াদ অংশগ্রহণকারী
বিভিন্ন ট্রেডে (আই  জি এ)  ‍ প্রশিক্ষণ কোর্স ০৫/১০ দিন সমবায়ী
সমবিায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ০৫ দিন সমবায়ী
সমিতির হিসাব সংরক্ষণ প্রশিক্ষণ কোর্স ০৫ দিন সমবায়ী
মৌলিক প্রশিক্ষণ কোর্স ২১ দিন/২মাস কর্মকর্তা/কর্মচারী
রিফ্রেসার্স কোর্স ০৫ দিন কর্মকর্তা/কর্মচারী
বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ১০ দিন কর্মকর্তা/কর্মচারী
আধুনিক অফিস ব্যবস্থাপনা কোর্স ০৫ দিন কর্মকর্তা/কর্মচারী
কো-অপারেটিভ অডিটিং প্রশিক্ষণ কোর্স ১০ দিন কর্মকর্তা/কর্মচারী
বিভিন্ন বিষয় ভিত্তিক কর্মশালা ১ দিন/২ দিন সমবায়ী/কর্মকর্তা/কর্মচারী

এছাড়াও প্রতিটি জেলা সমবায় দপ্তরে একটি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট রয়েছে। উক্ত প্রশিক্ষণ ইউনিট ১ দিনের সমিতি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি এলাকায় উপযোগী ভিত্তিক ট্রেডে আইজিএ প্রশিক্ষণের আয়োজন করে থাকে।